সরকারী নির্দেশ মেনে চলতে ইউএনওর আহবান

কচুয়ায় সরকারী শিশু খাদ্য ও ত্রাণ বিতরণ

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৩:০৫ পিএম, রোববার, ১২ এপ্রিল ২০২০ | ৬২৩

করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া কচুয়া উপজেলার দরিদ্র পরিবারের মাঝে শিশু খাদ্য,চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬ মেট্রিকটন চাল, নগদ ৩০ হাজার টাকা ও ১০৫ প্যাকেট শিশু খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।


দুর্যোগকালীন মুহুর্তে সরকারী বরাদ্ধের খাদ্য সামগ্রি পর্যায়ক্রমে দ্রুততার সাথে ঘরবন্দি মানুষের মাঝে পৌছে দিতে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্য কাজ করছেন বলেও জানান ওই কর্মকর্তা।


উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বলেন, সামাজিক দুরত্ব বজায় রাখতে ও বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা চালানো হচ্ছে। কচুয়া উপজেলায় এখনো কোন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। এজন্য উপজেলার কোন এলাকা সরকারী ভাবে লকডাউন ঘোষনা করা হয়নি। কোন ধরনের গুজবে কান না দিয়ে, সরকারী নির্দেশ মেনে চলার আহবান জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত