গৃহবধূ ও যুবকের লাশ উদ্ধার

চিতলমারীতে বিদ্যুৎ স্পৃষ্টে দিনমজুর ও পনিতে ডুবে শিশুর মৃত্যু

এস এস সাগর,চিতলমারী

আপডেট : ০৫:২৩ পিএম, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ | ৭০৯

চিতলমারীতে মফিজার সরদার (৪৫) নামের এক দিনমজুর বিদ্যুৎ স্পৃষ্টে ও সালমান শেখ নামের দেড় বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। অপরদিকে পুলিশ গৃহবধু রতœা রায় (৩৫) ও সুজন শেখ (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। শুক্রবার সকাল ৯ টার দিকে এ দূর্ঘটনা দুটি ঘটে।

এদিন দুপুরে গৃহবধূ ও যুবকের লাশ উদ্ধার করা হয়। মৃত মফিজার সরদার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনি গ্রামের হাদি সরদারের ছেলে ও সালমান শেখ বড়বাড়িয়া গাংপাড় মিত্তিপাড়া গ্রামের খলিল শেখের ছেলে এবং রতœা রায় খাগড়া বুনিয়া গ্রামের অদ্য রায়ের স্ত্রী ও সুজন শেখ চিতলমারী সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে।


চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, দিনমজুর মফিজার সরদার শিমুল গাছে উঠে বাশঁ দিয়ে তুলা সংগ্রহ ছিলেন। এ সময় অসাবধান বশত বিদ্যুতায়িত হলে সে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া খলিল শেখের ছেলে শিশু সালমান শেখ খেলার ছলে বাড়ির পাশে একটি পুকুরে ডুবে মারা গেছে।

অপরদিকে, খবর পেয়ে পুলিশ খাগড়া বুনিয়া গ্রামের অদ্য রায়ের স্ত্রী রত্মা রায় ও বারাশিয়া গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে সুজন শেখের গলায় রশি দিয়ে ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে। মফিজার সরদার, সুজন শেখ ও রত্মা রায়ের ঘটনায় থানায় পৃথক ভাবে তিনটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত