১লাখ ৫৭ হাজার ২শ ৪৮ শিশুকে

বাগেরহাটে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:৫৩ পিএম, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭ | ৮৬৩

বাগেরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসকাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ২য় রাউন্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলায় ৯টি উপজেলায়সহ ৩টি পৌরসভায় দুই হাজার পনেরোটি কেন্দ্র ৬ থেকে ১১ মাস বয়েসী ১৭ হাজার ৩শ ২৬শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়েসী ১ লক্ষ ৩৯ হাজার ৯শ ২২শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়।

সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মো. আব্দুল আলিম, প্রেসকাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার। কর্মশালায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর মূল প্রবন্দ মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন ডা. প্রদিপ কুমার বকসী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসকাবের সাধারন সম্পাদক এ বাকী তালুকদার, সহকারি সিভিল সার্জন ডা.পুলক দেবনাথ, প্রেসকাবের সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোসারেফ হুসাইন, এ্যাড. মোজ্জাফ্ফর হোসেন, আহসানুল করিম, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত