পিরোজপুরে মোট আক্রান্ত ৮ জন

কাউখালীতে প্রথম বৃদ্ধ করোনা রোগী সনাক্ত

পিরোজপুর প্রতিনিধি

আপডেট : ০৫:০৫ পিএম, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ | ৬০২

পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রথম একজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। পিরোজপুরের সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তির (৭২) বাড়ি কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামে। তাকে নিজ আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া তার বাড়ি আশপাশে বসতি লকডাউন করা হয়েছে।


সিভিল সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ২৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানো হলে মঙ্গলবার রাতে আমরা জানতে পারি ওনার রিপোর্ট পজেটিভ। এ নিয়ে পিরোজপুরে মোট আক্রান্ত ৯ জন হলেও মঠবাড়িয়ায় আক্রান্ত একজন সুস্থ্য হয়েছেন। এখন জেলায় মোট আক্রান্ত ৮ জন।

জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, উপজেলার শিয়ালকাঠী গ্রামের করোনা রোগী সনাক্ত হওয়ার পর সেখানে লকডাউন করে দেয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তি ও তার স্ত্রীকে তাদের আরেকটি বাড়ির আলাদা দুই কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত