মোরেলগঞ্জে দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৪:২৭ পিএম, রোববার, ৩ মে ২০২০ | ৭৮৭

মোরেলগঞ্জে স্থানীয় কোন্দলে একটি মুদি দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোর রাতে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের উত্তর কুমারিয়াজোলা গ্রামে এ ঘটনাটি ঘটে। এতে ২ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক আব্দুর রাজ্জাক হাওলাদার।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজ্জাক হাওলাদার(৬৭) বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ঘটনারদিন শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে করোনাভাইরাস ছড়ানোর গুজব নিয়ে একই গ্রামের কাইয়ুম শিকদারের সাথে তার ছেলে সুজন হাওলাদারের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে কাইয়ুম লোকজন নিয়ে সুজনকে মারধর করে।

পরে প্রতিদিনের ন্যায় সুজন দোকান বন্ধ করে বাড়িতে যায়। ভোর রাতে স্থানীয়রা মসজিদে নামাজ পড়তে গেলে দেখতে পায় দোকানটিতে আগুন জ্বলছে। সন্ধ্যার ঘটনার জের ধরে দোকানটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করছেন।

এ ঘটনায় প্রতিবেশী কাইয়ুম শিকদারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত