রামপালে পাশবিক নির্যাতনের শিকার এক কিশোরী

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৬:৫৮ পিএম, মঙ্গলবার, ৫ মে ২০২০ | ৯১১

অভিযুক্ত ছোট বাবুর সাংবাদিকদের দেখে ঘেরের বাসা থেকে দৌড়ে পালিয়ে যান

রামপালে সৎ মায়ের সহায়তায় এক হত দরিদ্র কিশোরীকে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হুড়কা ইউনিয়নের ছোট বেলাই এলাকায়। রবিবার রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রামপাল থানায় মৌখিক ভাবে জানানো হয়েছে। এ ঘটনায় স্থাণীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ওই এলাকায় গিয়ে জানা গেছে, ছোট বেলাই এলাকার হত দরিদ্র জনৈক ব্যক্তির মা হারা এক কিশোরী কন্যা (১৪) কে পাশবিক নির্যাতন করেছে একই গ্রামের ভেকটমারী গ্রামের ললিত বাবুর ছেলে ছোট বাবু। প্রতি রাতে কিশোরীদের ওই বাড়িতে আসার বিষয়টি আশেপাশের লোকজনের সন্দেহ হলে তারা রবিবার রাতে স্থাণীয়রা পাহারা দিয়ে লম্পট ছোট বাবুকে হাতে নাতে আটক করে। পরে কৌশলে ওই লম্পট দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ওই কিশোরীর কাছে জানতে চাইলে সে বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানায়, তার সৎ মা আসমা বেগম চাপ দিয়ে তাকে ওই লম্পটের সাথে মেলামেশা করতে বাধ্য করায়, ওই লম্পট বাবু প্রায় দেড়মাস ধরে প্রতি রাতেই তাদের বাড়িতে যাতায়াত করতো।

এ বিষয়ে কিশোরীর ওই সৎ মায়ের কাছে জানতে চাইলে সেও বিষয়টি এক পর্যায়ে স্বীকার করে। অভিযুক্ত ছোট বাবুর সাথে কথা বলতে গেলে সাংবাদিকদের দেখে ঘেরের বাসা থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যান।

এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন এ ঘটনায় থানায় মৌখিক ভাবে জানানো হয়েছে, অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত