ফকিরহাটে উপকারভোগীর বাড়ি গিয়ে তালিকা যাচাই প্রশাসনের

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:৪৫ পিএম, শনিবার, ৯ মে ২০২০ | ৪০৯

ফকিরহাটে করোনা ভাইরাসের দূর্যোগে কর্মহীন অসহায় হতদরিদ্র ও উপকার ভোগীদের বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে তথ্য নিতে এবং তা যাচাই করার জন্য উপজেলা প্রশাসন মাঠে নেমেছেন। শনিবার সকাল ৭টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন বেতাগা ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তাদের সাথে প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী করোনা ভাইরাস দূর্যোগে কর্মহীন অসহায় ও হতদরিদ্র পরিবারকে যে ত্রাণ সহায়তা প্রদান করবেন সেটা যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এবং কোন প্রকার দূর্নীতি ছাড়াই সঠিক ভাবে বিতরণ করা হয়। সেই বিষয়টি মাথায় নিয়ে প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তালিকা ভূক্ত উপকার ভোগীদের বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য যাচাই করার কাজ শুরু করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত