ফকিরহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ২লাখ টাকার ক্ষতি

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:৪২ পিএম, সোমবার, ১১ মে ২০২০ | ৮৪৩

ফকিরহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ২ লক্ষাধীক টাকার সাদা মাছ, চিংড়ি এবং রেনু মাছের ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে। রবিবার গভীর রাতে পিলজংগ ইউনিয়নের মোড়ল পাড়ায় এঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী মৃতঃ আকাম উদ্দিন মোড়লের পুত্র মোঃ ওদুত মোড়ল জানান, পাশর্^বর্তী এলাকার মোঃ জিয়াউর রহমান এর বৈলতলী বিশ^রোড সংলগ্ন একটি ১বিঘার পুকুর তিনি লীজ নিয়ে রেনু সাদা ও চিংড়ী মাছের চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। মাছও খুব ভাল হয়েছিল। ঘটনার দিন গভীর রাতে একদল দুস্কৃতিকারী চক্র তার মাছের ঘেরে বিষ প্রয়োগ করলে সকল মাছ মরে ফেসে উঠে।

সকালে লোক মুখে খবর পেয়ে তিনি ঘেরে গিয়ে ভাসমান মরা মাছ দেখতে পান। তার ধারনা পূর্ব শত্রুতার জের ধরে একটি কুচক্রি মহল একান্ডটি ঘটিয়েছে। এরির্পোট লেখা পর্যন্ত সংশ্লিষ্ঠ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত