চিতলমারীতে এক দম্পতি করোনা আক্রান্ত, ৫টি বাড়ি লকডাউন

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ১০:২৯ পিএম, সোমবার, ১১ মে ২০২০ | ৩২৬৬

প্রতিকী ছবি

চিতলমারী উপজেলার চিংগুড়ি গ্রামে গার্মেন্টস কর্মি এক দম্পতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রশাসন আক্রান্ত ওই দম্পতির বাড়িসহ আশপাশের ৫টি বাড়ি লকডাউন করেছে। সোমবার রাত সাড়ে ১১ টায় চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম মুঠোফোনে বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, আক্রান্ত ওই স্বামী (২১) ও স্ত্রী (১৮) ঢাকার জুরাইনের একটি গার্মেন্টসের কর্মি ছিলেন। সেখান থেকে তারা দুজন গত ৯ মে টুংঙ্গিপাড়া স্ত্রীর বাপের বাড়িতে আসেন। গত রবিবার টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতাল তাদের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠালে তাদের দুইজনের রিপোর্ট পজেটিভ আসে। সোমবার বিকালে স্বামী তার স্ত্রীকে নিয়ে চিতলমারীর চিংগুড়ি গ্রামে নিজের বাড়িতে আসেন। এ খবর পেয়ে সন্ধ্যায় ওই বাড়িসহ আশেপাশের ৫টি বাড়ি লগডাউন করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত