নিম্নচাপের সম্ভাবনা, মাঠে গিয়ে কৃষকদের খোঁজ নিলেন চিতলমারীর ইউএনও

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৪:৫১ পিএম, শনিবার, ১৬ মে ২০২০ | ৫৭৭

নিম্ন চাপের সম্ভবনা। তাই মাঠে গিয়ে কৃষকদের খোঁজ নিলেন বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম। শনিবার দুপুর ১২ টার দিকে তিনি উপজেলার সদর ইউনিয়নের রায়গ্রাম, শ্রীরামপুর ও বারাশিয়ার বিলে গিয়ে ধান চাষিদের সাথে সরাসরি কথা বলেন তিনি। এ সময় তার সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে আগামী ১৮ ও ১৯ মের পর দেশে নিম্নচাপ হতে পারে। তাই নিম্নচাপে যাতে এ উপজেলার চাষিদের ধানের ক্ষতি না হয় সে জন্য খোঁজ-খবর নিতে মাঠে গিয়ে তাদের নানা পরামর্শ দেয়া হয়। এ উপজেলায় এ পর্যন্ত প্রায় ৯২ ভাগ ধান কাটা হয়েছে। সকলকে আগামী ২ দিনের মধ্যে বাকি ধান কাটতে অনুরোধ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত