চিতলমারীতে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-২

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ১২:১৫ এএম, মঙ্গলবার, ২ জুন ২০২০ | ৫৯১

প্রতিকী ছবি

চিতলমারীতে ওয়াপদা বেড়িবাঁধের জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে সদর ইউনিয়নের শুরসাইল গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বপন মালাকার (৫৫) ও তার স্ত্রী মঞ্জু মালাকার (৪৫) আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

চিতলমারী বাজারের পল্লী চিকিৎসক ও শুরসাইল গ্রামের বাসিন্দা সঞ্জয় মালাকার বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, তাদের ভোগদখলীয় পৈত্রিক জমি সংলগ্ন ওয়াপদা বেড়ি বাধের জমিতে বাধ দিতে গেলে প্রতিবেশী শান্তি মÐল ও দুলাল বিশ্বাসের লোকজন তাদের হামলা চালায়। এ হামলায় তার পিতা স্বপন মালাকার ও মা মঞ্জু মালাকার আহত হয়। স্থানীয় আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।


এ ব্যাপারে শান্তি মন্ডল বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ওই জায়গায় উত্তোরাধিকার সূত্রে তাদের জমি রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওরাই তার ছেলেকে মারপিট করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত