ফকিরহাটে খাল পুনঃ খননের জন্য উপজেলা প্রশাসনের পরিদর্শন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৭:৪৭ পিএম, শুক্রবার, ৫ জুন ২০২০ | ১১৩৬

ফকিরহাটের কাটাখালী মূতপ্রায় পানার খালটি পুনঃ খননের জন্য উপজেলা প্রশাসন পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন যুগীখালী নদীর উপরী অংশে অবস্থিত পানার খালের আগা খাল পরির্দশন করেছেন।

এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষকলীগের আহবায়ক ও পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে ও সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য গত ২০১৫-২০১৬অর্থ বছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) প্রায় ৯.৯৪.৬৫০/টাকা ব্যায়ে ১.৫কিলোমিটার পানার খালটি পুনঃ খনন করেন। কিন্তু অর্থ বরাদ্ধ না থাকায় উপরী অংশ ভরাট হয়ে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেই জলাবদ্ধতার কারণে পিলজংগ টাউন নওয়াপাড়া শ্যামবাগাত ভেড়বাড়ী সহ বিভিন্ন এলাকা তলিয়ে গিয়ে এলাকাবাসি বন্যার কবলে পড়েন। সেই খালটি পুনঃ খনন করার জন্য উপজেলা প্রশাসন পরিদর্শন করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত