চিতলমারীর শৈলদাহ বাজারে ৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৪:৫৯ পিএম, সোমবার, ২৯ জুন ২০২০ | ৮০৫

চিতলমারীর কলাতলা ইউনিয়নের শৈলদাহ বাজারের খালপাড়ের ৬৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড। সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমের নেতৃত্বে শৈলদাহ বাজারে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। ফলে খালের দুই পাড় দীর্ঘ কয়েক বছর পর দখল মুক্ত হলো।


অভিযান পরিচালনা কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, সরকার নদী ও খালের গতি ফেরাতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে নদী ও খালকে দখলমুক্ত করতে এ অভিযান।


বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাকিব হোসেন বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, নদী ও খালের প্রাণ ফেরানোর লক্ষ্যে জেলা পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি নদী খাল দখলদার ও পানিউন্নয়ন বোর্ড (পাউবোর) জায়গা দখলকারীদের একটি তালিকা প্রস্তুত করে এ অভিযান চালাচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক, বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী শফিকুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা সমীর বিশ্বাস, রাজস্ব সার্ভেয়ার মোঃ নাইমুল ইসলাম, কলাতলা ইউপি চেয়ারম্যান সর্দার মতিয়ার রহমানসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত