বাগেরহাটে লিঙ্গ ভিত্তিক সহিংসতা বিষয়ে ভার্চুয়াল ডায়ালগ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:২৮ পিএম, শনিবার, ৪ জুলাই ২০২০ | ৬৬৩

বাগেরহাটে লিঙ্গ ভিত্তিক সহিংসতার উপরে কোভিট-১৯ এর প্রভাব বিষয়ক ভার্চুয়াল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪জুলাই) দুপুরে ইয়ুথ একটিভিস্টা বাগেরহাটের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায়, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম মঞ্জুরুল হাসান মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত ডায়ালগে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।

এসময় অনলাইনে আরও যুক্ত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শরিফা খানম, লিগ্যাল এইডের প্যানেল এ্যাড. লুনা সিদ্দিক, মংলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনিতা দত্ত, সাংবাদিক সাবেরা ঝর্ণা, শিশু সাংবাদিক মানজারুল ইসলাম সাজিদ,এ ফোর আই প্রজেক্ট ও ইপিআর সেইরী প্রজেক্টর প্রজেক্ট কো-অর্ডিনেটর মুসফিকুল ইসলাম রিতু, সোহাগ হাওলাদার,ফাইন্যান্স এ্যাডমিন অফিসার শামিমা নাসরিন মিলি,ফাতেমাখাতুন ফিল্ড ফেসিলেটেটর মামুন আহমেদ,তানজিম আহমেদ, দেবদাস মন্ডল, লিজা আক্তার,নওশীন পারভীন প্রমুখ। এছাড়াও বাঁধনের বিভিন্ন ইয়ুথ গ্রুপের ২০ জন সদস্য অনলাইনে যুক্ত ছিলেন।

এসময় ইয়ুথ সদস্যদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথি রিজিয়া পারভীন জানান, যে কোন নারী সহিংসতার বিষয়ে তাকে জানালে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করবেন এছাড়া সরকারে জরুরি নাম্বার যেমন ৯৯৯,১০৯.৩৩৩,১০৬ কল করার কথাও জানান তিনি।


লিগ্যাল এইড এর প্যানেল এ্যাড.লুনা সিদ্দিক বলেন যে কোন আইনি সহায়তার জন্য সরকার আমাদের নিয়োগ দিয়েছে এবং বিনা খরচে আমরা এ সহায়তা দিয়ে থাকি।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শরিফা খানম বলেন, আমরা লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিষয়ে কাজ করছি, ইয়ুথ সদস্যরা তাদের এলাকার যে কোন সহিংসতার খবর দিলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত