বাগেরহাটে মাল্টিপারপাস ভলান্টিয়ারদের ওরিয়েন্টেশন কর্মশালা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:৫৮ পিএম, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০ | ৪৯৩

বাগেরহাটে “পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)”এর মাল্টিপারপাস ভলেন্টিয়ারদের নিয়ে দিনব্যাপি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস এর আযোজনে মঙ্গলবার বাগেরহাট আলীয়া মাদ্রাসা রোডস্থ প্রকল্প কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ কর, বাগেরহাট জেলামৎস্য কর্মকর্তা ড. মোঃখালেদ কনক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফর রহমান, বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃসুব্রত দাস প্রমুখ।

প্রকল্প সমন্বয়কারী মোঃ মামুন অর রশীদ এর সভাপতিত্বে ওরিয়েন্টশনে বাগেরহাট জেলার মোল্লাহাট ও কচুয়া উপজেলার ১৪টি ইউনিয়নের ১৪ জন ভলান্টিয়ার অংশগ্রহন করেন। সভায় ভলেন্টিয়ার হিসেবে করনীয়, সরকারী-বেসরকারী দফতর, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় কৌশল এবং প্রকল্প কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সহযোগিত্য়া ওয়াটার এইড, জেজেএস, রূপান্তর এর মাধ্যমে বাগেরহাট জেলার মোল্লাহাট, কচুয়া, শরণখোলা ও মোংলা উপজেলায় “পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)”টি কাজ করছে। ২০২২ সালে ডিসেম্বেের প্রকল্পটির মেয়াদ শেষ হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত