বাগেরহাটে অনলাইন স্কুলের ক্লাস বাস্তবায়ন করতে মাধ্যমিক শিক্ষা অফিসের জরুরী সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:৫৪ পিএম, শুক্রবার, ১৭ জুলাই ২০২০ | ৭৩৭

বাগেরহাট সদর উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম করোনার কারণে বাধাগ্রস্ত হওয়ায় অনলাইন ক্লাস চালু করা হয়েছে। অনলাইন ক্লাস সুবিন্যাস্ত ও আরো উপযোগী করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক উপজেলা ভিত্তিক ক্লাস রুটিন আগেই সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। সে মোতাবেক মান সম্মত ক্লাস এবং সকল মাধ্যমিক শিক্ষকদের অনলাইনের আওতায় আনতে গতকাল বাগেরহাটে উপজেলা একাডেমিক সুপার ভাইজার এসএম হিশামূল হকের সভাপতিত্বে প্রতিষ্ঠান প্রধান, জেলা এ্যাম্বেসেডর নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভায় অনলাইন ক্লাসের গতি আনতে ও কার্যক্রম সহজীকরণে ক্লাস ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত শিক্ষকবৃন্দ অনলাইন ক্লাস বাস্তবায়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত