বাগেরহাটে তিন হাজার চারা গাছ রোপন করবে শিক্ষক প্রত্যাশীরা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:২৪ পিএম, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ | ৭৪৭

প্রধানমন্ত্রী ঘোষিত এক কোটি চারা গাছ লাগানোর ঘোষনা কে বাস্তবায়ন করতে বাগেরহাটে তিন হাজার চারা গাছ পোরন করবে বাগেরহাট প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল প্রত্যাশীরা। বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রাথমিক শিক্ষক প্রশিক্ষন ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গনে কয়েকটি চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন চাকুরী প্রত্যাশীরা।

এসময় বাগেরহাট প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্যানেল চাই বাস্তবায়ন কমিটি‘র সভাপতি মিরাজ হোসেন, সহ-সভাপতি আজিজুল ইসলাম, গোকম মৃধা, ইয়াসমিন ইসলাম, সাধারণ সম্পাদক রাজিব শিকদার, মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাইমুল ইসলাম, সাহানা বিনতে, রফিকুল ইসলামসহ প্যানেল প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

এর আগেও সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন বাগেরহাট প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্যানেল চাই বাস্তবায়ন কমিটি‘র সদস্যরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত