অধিকাংশরা মানছেন না স্বাস্থবিধি

 রামপালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৭:৪৮ পিএম, রোববার, ৯ আগস্ট ২০২০ | ১১১১

রামপালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। গত তিন দিনে আক্রান্তের সংখ্যা ১৩ জনসহ মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬৩ জনে। সুস্থ হয়েছেন ৪৬ জন এবং হোম আইসোলেশনে আছেন ১৮ জন।
রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে থেকে রবিবার প্রাপ্ত তথ্যে এ সব জানা গেছে। নতুন আক্রান্তরা হলেন, উপজেলার মানিকনগর গ্রামের রবিউল ইসলাম, গাববুনিয়া ঝনঝনিয়া গ্রামের এস এম মহসীন হোসেন, তামান্না সুলতানা, সারমিন সুলতানা ও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আরিফুল ইসলাম। অব্যাহত অভিযানের পরও প্রায় ৮০ ভাগ মানুষ স্বাস্থ্যবিধি মানছেনই না। উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিদিন অভিযান পরিচালনার পরও বেপরোয়াভাবে চলাফেরা করেছেন সাধারণ মানুষ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল জানান, সকলকে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি সকালের সহযোগিতা কামনা করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত