কাটাখালী হাইওয়ে পুলিশের শততার কারণে

  হারিয়ে যাওয়া টাকা ফেরৎ পেলেন ব্যাবসায়ী

ফকিরহাট সংবাদদাতা

আপডেট : ০৯:০২ পিএম, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮ | ৬২১

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের মহতী উদ্যোগ আর্তমানবতা ও শততার কারণে হারিয়ে যাওয়া ৩১হাজার ৫শত টাকার মধ্যে ২৭হাজার ৫শত টাকা ফিরে পেলেন শোভন দাশ নামের একজন ট্রান্সপোর্ট ব্যাবসায়ী। বুধবার বিকালে খুলনা-মংলা মহাসড়কের ভট্টো বলিয়াঘাটা বাসস্ট্যান্ডের পার্শ্বে থেকে হারিয়ে যাওয়া টাকা গুলি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মোঃ রেজাউল করিম।


জানা গেছে, কাটাখালী মেসার্স শোভন ট্রান্সপোর্ট এর মালিক শোভন দাশ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হতে ৩১হাজার ৫শত টাকা উঠিয়ে সহকর্মি শাহ আলমের কাছে সেই টাকা পাঠিয়ে দেন। তিনি বিকাল সাড়ে ৪টার দিকে মটর সাইকেল যোগে টাকা নিয়ে কাটাখালী অভিমুখে আসার পথে টাকাটি বুক পকেট থেকে পড়ে যায়। সে সময় শাহ আলম মোবাইল ফোনে টাকা হারিয়ে যাওয়ার বিষয়টি ডিউটিরত কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ রেজাউল করিম কে জানালে তিনি দ্রুত ওই স্থানে গিয়ে দেখতে পান বেশ কিছুলোক টাকা কুড়িয়ে পকেট ভারী করছে। তখন তিনি কৌশল অবলম্বন করে হারিয়ে যাওয়া ৩১হাজার ৫শত টাকার মধ্যে হতে সংগৃহীত ২৭হাজার ৫শত টাকা জনগনের কাছ থেকে উদ্ধার করেন।

পরে সন্ধ্যায় টাকার প্রকৃত মালিক শোভন দাশের হাতে টাকা গুলি ফেরৎ দিয়ে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত