রামপালে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামপাল সংবাদদাতা

আপডেট : ০৫:২৮ পিএম, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮ | ৬৮৫

রামপালে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩ টায় উপজেলা পরিষদ মাঠ চত্বরে উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেখ সাদীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপাল-মোংলার সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আঃ ওহাব, উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফ্্ফর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আঃ জলিল, সাবেক ভাইস চেয়ারম্যান হামিম নূরী, জেলা পরিষদ সদস্য অতিন্দ্র নাথ হালদার দুলাল, ইউপি চেয়ারম্যান সরদার আঃ হান্নান ডাবলু, গাজী গিয়াস উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি নুরুল হক লিপন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবু বকর সিদ্দিক, গনশিক্ষা বিষয়ক উপ-সম্পাদক মোল্যা শাহারিয়ার হোসেন রুবেল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তালুকদার আঃ খালেক বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গৌরবময় ঐতিহ্যের স্বাক্ষর হলো আজকের এই স্বাধীনতা। ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভূত্থান, ৭১’র স্বাধীনতার যুদ্ধ ও ৯০’র গণআন্দোলনে ছাত্রলীগের ভূমিকা ছিলো অনন্য। সকল অশুভ শক্তিকে প্রতিহত করে গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের লক্ষে কাজ করে যেতে হবে। এ জন্য পড়ালেখার পাশাপাশি সকল প্রকার জ্ঞান আহরণ করতে হবে। তিনি সকল কাজে রামপাল উপজেলা ছাত্রলীগকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহবান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত