রামপালে জমি রক্ষায় আদালতের ১৪৪ ধারা জারি

রামপাল প্র্রতিনিধি

আপডেট : ০৯:১৫ পিএম, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০ | ১১১৫

রামপালে নিজের জমি রক্ষায় বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়ে আবেদন করেছেন ভুক্তভোগী জাকারিয়া শেখ। বাগেরহাটের বিজ্ঞ আদালতের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নালিশী জমিতে ১৪৪ ধারা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রামপাল থানার ওসিকে নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ছোট নবাবপুর গ্রামের মৃত জুলফিকার আলী শেখের পুত্র জাকারিয়া শেখে জেএল ৭৪ নং ছোট নবাবপুর মৌজার এসএ ৫০ নং খতিয়ানের ৮, ৯, ১০, ২৪, ৩২, ও ১৪১ নং দাগের ৫.১৯ শতকের মধ্যে ৪.১৫ শতক জমি পৈত্রিক সূত্রে শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আছেন। ওই জমিতে তিনি পাকা ঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। একই গ্রামের মৃত ইয়াছিন দাইের পুত্র হোসেন দাই, হোসেন দাইের পুত্র ইউসুফ দাই, ইউনুস দাই, আমজাদ ফকিরের পুত্র আক্তার ফকির ও মৃত সামুতুল্যার পুত্র হুরাইয়া শেখসহ বেশ কয়েকজন ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছেন। ভুক্তভোগী জাকারিয়া শেখ বর্তমানে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত