তালেশ্বর বাজার উন্নয়নে এলজিইডির বাস্তবায়নে

কচুয়ায় ভবন নির্মান কাজের উদ্ভোধন

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৪:১৪ পিএম, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০ | ১২৪৯

কচুয়ায় দেশব্যাপি গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার তালেশ্বর বাজার উন্নয়নে চারতলা ভিত বিশিষ্ঠ দুইতলা ভবন নির্মান কাজের উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুই কোটি ৫৭ লাখ ৫১ হাজার দুইশ আট টাকা ব্যায়ে নির্মিত এ ভবন নির্মান কাজের উদ্ভোধন করেন জেলা প্রশাসক মো.মামুনুর রশিদ।


এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, নির্বাহী প্রকৌশলী (এলজিইডি)জিএম. মজিবুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মাহামুদ হাসান, জেলা আওয়ামীলীগ নেতা মো.ফিরোজুল ইসলাম, কচুয়া উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্যের এপিএস এ্যাড. রেজোয়ান আহমেদ চয়ন, কচুয়া উপজেলা প্রকৌশলী মো. আনিসুর রহমান, কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মনিরুল ইসলাম, মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড.পংকজ কান্তি অধিকারী প্রমুখ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে আগামী ৮অক্টোবর ২০২১ তারিখের মধ্যে এ কাজ সম্পন্ন করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত