ফকিরহাটে বিভিন্ন ফসলের বীজ চারা বিতরণ করলেন জেলা প্রশাসক

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:২৩ পিএম, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ | ৬৯০

মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জমি চাষের মাধ্যমে পতিত জমির সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ,চারা বিতরণ ও রোপন করা কর্মসুচীর আওতায় বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন ফসলের বীজ,চারা বিতরণ ও রোপন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১টায় লখপুর ইউনিয়নের বল্লবপুর শুকলাল মোড়ে অর্ধশতাধিক কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ,চারা বিতরণ ও তাল গাছের বীজ রোপন করেন প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক মুঃ মামুনুর রশীদ।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা তন্ময় কুমার দত্ত, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার দাশ, ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির, কৃষক আব্দুল গফ্ফার মোড়ল ও জয়দেব বিশ^াস সহ বিভিন্ন কৃষকগন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত