মোল্লাহাটে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৭:১৯ পিএম, বুধবার, ২১ অক্টোবর ২০২০ | ৬২৯

মোল্লাহাটে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে উক্ত ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন-জন্ম ও মৃত্যু রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) মানিক লাল বণিক । প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন ও বক্তব্য দেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন।

এছাড়া প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আঃ আউয়াল, অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মিয়া, এসকে হায়দার মামুন, সিকদার উজির আলী, মুন্সি তানজিল হোসেন, মোঃ বাবলু মোল্লা ও শেখ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিনুর ইসলাম শাহিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তাগন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত