ফকিরহাটে নদীতে

ড্রেজার দিয়ে বালু উত্তোলনে শ্নশানঘাটে ফাটল

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:৫১ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০ | ৪০১

ফকিরহাটে সরকারী নিয়ম নীতিমালা অমান্য করে ১টি সরকারী নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে সেই বালু বিক্রয় করা হচ্ছে। এতে শ্নশান ঘাটের গোসলখানা ও চিতায় ফাটলের সৃষ্টি হয়েছে। অতিদ্রুত ড্রেজার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন ও বালু কাটা বন্ধ করা না হলে, যে কোন মুহুর্তে নদীর পাড় ভেঙ্গে শ্নশানঘাটটি নদী গর্ভে বিলুন হয়ে যাওয়ার আশাংকা করা হচ্ছে।

জানা গেছে, উপজেলার শুভদিয়া ইউনিয়নের ভোলা নদীর মধ্যবর্তী স্থানে অথাৎ ভাংগনপাড় বাজারের পূর্ব পাশের্^ শ্নশানঘাটা নামক স্থানে প্রায় ১সপ্তাহ যাবৎ জনৈক ব্যাক্তি ড্রেজার দিয়ে বালু কেটে সেই বালু বিভিন্ন স্থানে বিক্রয় করে চলেছেন। ড্রেজার দিয়ে বালু কাটার ফলে নদীর উপরে অবস্থিত হিন্দুদের একমাত্র শ্নশানঘাটটি এখন চরম ঝুকির মধ্যে রয়েছে। সদ্য খননকৃত নদীর নিচের বালু কেটে নেওয়ায় কারনে একমাত্র শ্নশানঘাটের গোসলখানা ও চিতায় ফাটলের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বারবার ড্রেজারটি সরিয়ে নেওয়ার জন্য ড্রেজার মালিককে অনুরোধ করলেও তিনি তা অদ্যবদী সরিয়ে নেয়নী। এছাড়াও নদীর বিভিন্ন স্থানে শতশত জালপাটা দিয়ে পানি নিশকাষনের পথ বন্ধ করে দেওয়া হচ্ছে। যা নিয়ে সকলের মাঝে চাপা ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত