বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে

বেতাগার মডেল অনুসরণ করতে হবে- হেলালুদ্দীন আহমদ

পি কে অলোক.ফকিরহাট

আপডেট : ০৭:২২ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২০ | ৭২৫

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে হলে বেতাগার মডেল আমাদের অনুসরণ করতে হবে। বেতাগা ইউনিয়ন পরিষদ তাদের নতুন নতুন কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়ন করে ভারতের কেরালাকেও হার মানিয়েছে। তাঁরা সকল ক্ষেত্রে যে অর্জনটি করেছে তা এসডিজি বাস্তবায়নের একটি মাইল ফলক। তিনি শনিবার সকাল সাড়ে ১১টায় বেতাগা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন. স্বচ্ছতা ও জবাবদিহিতা জনসম্পৃক্ত কার্যকর ইউনিয়ন পরিষদ গড়তে ৭ম বেতাগা দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য তারা সকল জনগনের অংশ গ্রহনে যে মহতী উদ্যোগ গুলি গ্রহন ও তা বাস্তবায়ন করেছে তা প্রসংশনিয়। তিনি বলেন স্বপন দাশের মত একজন ভাল মানুষের কারনে এ অঞ্চলের মানুষ আজ আলোকিত। একজন ভাল মানুষই পারেন একটি অঞ্চলের পরির্বতন ঘটাতে।


বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হালাদার। তিনি তার বক্তৃতায় বলেন, বেতাগা ইউনিয়ন পরিষদ সরকারের দিকে না তাকিয়ে তাদের নিজেস্ব অর্থায়নে যে মহতী কাজ গুলি কারছে তা দেখে বা অনুসরণ করে অন্যান্য ইউনিয়ন বা উপজেলা পরিষদ গুলি যদি কাজ করতো তাহলে সরকারের যে ভিশন তা অচিরেই বাস্তবায়ীত হতো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোঃ শাফিল আহম্মেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের আহবায়ক অধ্যক্ষ অমিত রায় চৌধুরী।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, হাইসাওয়া প্রকল্পের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ নুরুল ওসমান। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব মোঃ মোকলেসুর রহমান, স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল, এলজিএসপি-৩ এর ডিষ্টিক ফ্যাসিলিটেটর পার্থ প্রতীম সেন, সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, সকল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের ১৪টি স্ট্যাডিং কমিটির সদস্যবৃন্দ।


পরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বেশ কয়েকজনকে সম্মাননা স্বরুপ ক্রেষ্ট প্রদান ছাড়াও কন্যা বর্র্ত্তিকা প্রকল্পের আওতায় বিভিন্ন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরন করা হয়। এর আগে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা বেতাগা ইউনিয়ন পরিষদের নিজেস্ব অর্থায়নে নির্মিত প্রাণি সম্পদ সাব সেন্টার, বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক সম্প্রসারণ ভবন, বেতাগা পাবলিক লাইব্রেরী ভবন, মাসকাটা ধনপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিজনিত চেঞ্জ রুম ও অর্গানিক বেতাগা বর্জ্য ব্যাবস্থাপনা ও খামার সাব প্লান্টের শুভ উদ্ভোধন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত