বাগেরহাটে বিনামূল্যে মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:০৯ পিএম, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ | ৬৮৫

করোনা প্রতিরোধে বাগেরহাটে মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক প্রচারণা চালানো হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে শহরের সাধনার মোড়ে পথচারী ও যানবাহন চালকদের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়। পরে পথচারী ও যানবানহন চালকসহ সকলকে মাস্ক পরিধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন নারী নেত্রীরা।

এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মো. রেজাউল করিম, ুবাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোসাব্বিরুল ইসলাম, বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলি, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সীতারাণী দেবনাথ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, বাগেরহাট জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাড. শরীফা খানম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পারভীন আহমেদ, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীন, পৌর মহিলা লীগের আহ্বায়ক তানিয়া খাতুন, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক লুনা সিদ্দিকী, যুব মহিলা লীগ পৌর শাখার সভাপতি নাজমা আক্তার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক পিপি শেখ আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তরের শিল্পী আক্তারসহ নারী নেত্রীবৃন্দ উপস্থিত।

বাগেরহাট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে সহস্রাধিক মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত