কচুয়ায় ইউপি সদস্যের হামলায় গৃহবধু আহত

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৪:৪৯ পিএম, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১ | ১১০৮

কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্যের হামলায় গৃহবধু আহত হয়েছে। আহত গৃহবধূ জেসমিন( ৩৬) কে কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহবধূ জেসমিন উপজেলার ধোপাখালী গ্রামের আলমগীর শেখ এর স্ত্রী।

এই নিয়ে কচুয়া থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে।

সোমবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত জেসমিন বেগম জানান, গত শুক্রবার দুপুরে তার একটি মুরগি মৃত অবস্থায় স্থানীয় ইউপি সদস্য আতিউর রহমানের ঘরের পাশ থেকে পাওয়া গেলে মুরগির মৃতের বিষয় প্রশ্ন করা হলে তিনি উত্তেজিত হয়ে মারপিট শুরু করে। এসময় ওই ইউপি সদস্যের স্ত্রী হীরা বেগম, ছেলে সচিব ও মারপিট করে।

স্থানীয়রা আহত গৃহবধূকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এবিষয়ে ধোপাখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আতিউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত