মোংলায় আর্ন্তজাতিক শহীদ ও মাতৃভাষা দিবস পালিত

মোংলা প্রতিনিধি

আপডেট : ০১:১৬ এএম, রোববার, ২১ ফেব্রুয়ারী ২০২১ | ৪৭১

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মোংলায় নানা কর্মসূচিতে পালিত হয়েছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজমদার, শহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার রাজ বংশী, ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই ছাড়াও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, মোংলা প্রেস ক্লাব, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

দিবসটি উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনার চত্বরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও ১৯৫২ সালে দিনটি ছিল ২১ ফেব্রুয়ারী, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা শহিদ হয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে জাতি স্মরণ করছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত