শরণখোলায় সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

মহিদুল ইসলাম, শরণখোলা প্রতিনিধি

আপডেট : ০৮:০২ পিএম, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১ | ৭৬০

‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শরণখোলা সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগের (পিএফজি) আয়োজনে বুধবার বিকেলে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২-১ গোলে রায়েন্দা বাজার ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে রাজৈর কিশোর ক্লাব একাদশ বিজয়ী হয়। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সহযোগিতায় এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

শরণখোলা পিএফজির সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে খেলা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ ও থানার পরিদর্শক (তদন্ত) মফিজুর রহমান শেখ।

অন্যদের মধ্যে শরণখোলা শরকারি কলেজের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ মুক্তা, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, এনজিও ফোরামের সভাপতি মীর সরোয়ার হোসেন, হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী মাহবুব হোসেন, সিপিবির সম্পাদক রতন কুমার দাস প্রমুখ উপস্হিত ছিলেন। খেলা পরিচালনা করেন মো. আব্দুল কাদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত