“কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায়”

ফকিরহাটে শতাধিক কৃষক-কে বিনামূল্যে বীজ ও সার বিতরন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০২:১৩ পিএম, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ | ৬১১

বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে খরিদ-১/২০২০-২১ মৌসুমে গ্রীস্মকালীন মুগ ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষে শতাধিক কৃষক/কৃষানীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠানে বিনামূল্যে এই বীজ ও সার বিতরন করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

সম্মানীত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার। উদ্ভিদ ও প্রাণী সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর সবুর, মডেল থানা পুলিশের অফিসার ইনচাজ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম, ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, শেখ শহীদুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল, বিপুল পাল ও দেবদাস বালা, নিল রতন রায়, সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত