প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ১০:২৭ পিএম, রোববার, ৭ মার্চ ২০২১ | ১৪৮১

প্রতিকী ছবি

বাগেরহাটের বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন পত্রিকা bagerhat24.com এ গত ৬ই মার্চ ২০২১ তারিখে প্রকাশিত “কচুয়ায় পথের জায়গা দখলের অভিযোগ ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে” শিরোনামের সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে উল্লেখিত অভিযোগকারী মোঃ আজহার মাঝি,পিতা- রজব আলি, গ্রাম- বিষখালি, উপজেলা- কচুয়া, জেলা- বাগেরহাট। তার সাথে আমাদের পরিবারের কোন সদস্যের সাথে কোন রকমের কোন মনমালিন্য বা বিরোধ নাই। সংবাদে উল্লেখিত মাহফুজ মীর, পিতা- আহম্মদ মীর এর সাথে জমি সংক্রান্ত বিরোধ আছে, এ বিরোধের বিষয়ে আমার বা আমার পরিবারের কোন সম্পর্ক নাই। মাহফুজ মীর তার জায়গায় বেরা দিয়েছেন।

এ বিষয় আমি বা আমার পরিবারের কোন সম্পৃক্ততা নাই। এছাড়া সংবাদে উল্লেখিত বাবুল ডাকুয়ার বিরুদ্ধে যে জীবন নাশের হুমকি দেয়ার যে অভিযোগ করা হয়েছে তাও সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। বিষখালি গ্রামের একটি কুচক্রি মহল সাংবাদিকদের ভুল বুজিয়ে আমাকে এবং আমার পরিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা জন্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছেন। আমি উক্ত সংবাদের প্রতিবাদ জানাই।

মোঃ আব্দুল বারী
গ্রাম:-বিষখালি, ইউনিয়ন:-গোপালপুর,উপজেলা-কচুয়া,জেলা-বাগেরহাট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত