রামপালে আওয়ামী লীগের অফিস ভাংচুর মারপিট আহত-৬,গ্রেফতার -৪

এম, এ সবুর রানা, রামপাল

আপডেট : ০৯:৩৬ পিএম, বুধবার, ২৪ মার্চ ২০২১ | ৯১৫

রামপালের ভাগায় মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাংচুর ও মারপিটের ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আহতদের ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রামপাল থানায় সদর ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু (৫৬)সহ ৭০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০/৮০ জনের নামে মামলা দায়েরের হয়েছে। মামলাটি করেন বেলাল হোসেন ব্যাপারী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ভাগা বাজারে আওয়ামী লীগ নেতা ও সদর ইউপি চেয়ারম্যান জামিল হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী ভাগাস্থ আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে হামলা করেন।
এ সময় অফিস ভাংচুর ও বেধড়ক মারপিটে আওয়ামী লীগের বেলাল গ্রুপের রেদোয়ানুর আলম, রুহুল আমীনসহ ৬ জন আহত হন। এ বিষয়ে রামপাল সদর ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু'র মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ঘটনা অস্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। বেলাল ব্যাপারী ও তার ভাই সন্ত্রাসী। ভাগা, কাদিরখোলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
এ ব্যাপারে রামপাল থানার ওসি মো সামসুদ্দীন জানান, থানায় মামলা হয়েছে, এজাহার নামীয় ৪ জন আসামী গ্রেফতার কারা হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত