উপজেলা প্রশাসনের আয়োজনে

ফকিরহাটে উন্নয়ন মেলা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১১:১৯ পিএম, রোববার, ২৮ মার্চ ২০২১ | ৮৬৫

বাংলাদেশের এক অনন্য অর্জন’ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষ্যে সারা দেশের ন্যায় ফকিরহাটে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। দর্শনার্থীদের উপচে পড়া ভীড়ে মূখরিত হয়ে উঠে উন্নয়ন মেলা।

মেলায় বসেছে ২০টি স্টল। বেশিরভাগ স্টলেই তাদের নিজেদের বানানো পণ্য নিয়ে বসেছে। হাতের কাজের বেশ কদর দেখা গেছে ক্রেতা ও দর্শনার্থীদের মাঝে। পিঠা-পুলি, ফসল, পর্যন্ত রাখা হয়েছে এসব স্টলে। এ ছাড়া কৃষি বিভাগের উদ্যোগে সরিষা দিয়ে তৈরী বঙ্গবন্ধুর ছবি ও বিভিন্ন ফল দিয়ে তৈরী করেছে নৌকা।

এছাড়াও মেলায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থসেবা প্রদান করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে রবিবার বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম সহ বিশিষ্টজনেরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত