জোড়া অজগরের ধরা পড়লো একটি

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০১:১৩ এএম, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | ১৩০৬

বলেশ্বর নদের চরে বাধা ছিলো জেলে নয়নের মাছ ধরা নৌকাটি। তার পাশেই খেলা করছিলো এক জোড়া অজগর। এই দৃশ্য দেখে নয়ন আরো দু-চারজনকে সঙ্গে নিয়ে জোড়া অজগর ধরার চেষ্টা করলে একটি তাদের হাত থেকে ছুঁটে পালিয়ে যায়। অপরটি ধরা পড়লো তাদের হাতে।


সোমবার (১২এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালী গ্রামসংলগ্ন বলেশ্বরের চর থেকে সাপটি ধরেন জেলেরা।


জেলে নয়ন হাওলাদার (২৫) জানান, বিকেলে তারা কয়েকজন নদীর পাড়ে বেড়িবাঁধের ওপরে অবস্থান করছিলেন। এমন সময় তার জেলে নৌকার পাশে দুটি অজগর সাপ খেলা করতে দেখেন। তারা কয়েকজন মিলে দুটি সাপই ধরার চেষ্টা করলে একটি ছুঁটে যায়।


স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম হালিম শাহ জানান, জেলে নয়ন অজগরটি ধরে তার কাছে নিয়ে আসলে বনবিভাগকে অবহিত করেন। প্রায় ১০ফুট লম্বা সাপটির ওজন ৮ থেকে ১০ কেজি হবে তার ধারণা।


এব্যাপারে পূর্ব সুন্দরবন বিভাগরে শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. সাদিক মাহমুদ সন্ধ্যা ৭টার দিকে মুঠোফোনে বলেন, অজগর ধরার খবর পেয়েছি। সাপটি উদ্ধার করে বনে অমুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত