রামপালের বাঁশতলী ইউপি'র ৭ শত দুঃস্হ পরিবারকে নগদ অর্থ প্রদান

এম, এ সবুর রানা, রামপাল

আপডেট : ১১:৩২ এএম, শুক্রবার, ১৬ জুলাই ২০২১ | ৬০৬

রামপালে ঘুর্ণীঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০ টায় উপজেলার বাঁশতলী ইউনিয়ন পরিষদে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্ষতিগ্রস্ত দুস্থ ও গরীব পরিবারের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
খুলনা সিটির মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও বন ও পরিবেশ বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি'র তত্বাবধায়নে পাঁচশত টাকা করে মোট সাতশত পরিবারের মাঝে ৩ লক্ষ ৫০ হাজার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা ট্যাগ অফিসার শেখ মোঃ হাবিবুর রহমান, ইউপি সচিব শিবপদ পাল, ইউপি সদস্য শেখ আবুল কাশেম, শেখ আবু তালেব, রেজাউল কুদরতি, হাওলাদার বুলবুল আহমেদ, মল্লিক মিজানুর রহমান, ফকির নজরুল ইসলাম মুক্ত, শেখ মুজিবুর রহমান, শেখ হারুত আলী, শিকদার জিয়াউর রহমান ও মহিতুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী জানান, করোনা ও ঘুর্ণীঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত দুস্থ ও গরীব পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ও লোকসমাগম বেশি না হয় এর জন্য ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডকে আমরা তিন তিনটি ওয়ার্ডে ভাগ করে তিনদিনে আমাদের কার্যক্রম পরিচালনা করি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত