ফকিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০১:৪৯ এএম, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ | ২৯৭

ফকিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। তিনি সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিকে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ বিশ্বাস, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান ইউনুস আলী শেখ, সেনেটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, এমপিইপিআই মো. কামাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য সকাল থেকে কেন্দ্রে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, অত্র উপজেলায় ৬ মাস থেকে ৫বছরের কম বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়েছে। এদিন উপজেলায় মোট ১৪হাজার ৫৪৮জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত