চিতলমারীতে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৬:৪০ পিএম, মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১ | ৪২৭

চিতলমারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনার মাধ্যমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রসাশনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবছরের ন্যায় এবারও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের দিনে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বে-সরকারি ভবন ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে দোয়া মাহফিল, মন্দিরে ও গীর্জায় প্রর্থনাসহ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের জন্য নানা কর্মসূচীর সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলীর সভাপতিত্বে ভার্চুয়াল সভা সংযুক্ত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা স্বপনা, মৎস্য কর্মকর্তা সোহেল মোহাম্মদ জিল্লুর রহমান রিগান, উপজেলা শিক্ষা অফিসারমো. আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, যুবউন্নয়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন, সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, সাংবাদিক এস এস সাগর, শফিকুল ইসলাম সাফা প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত