জেলা প্রশাসকের মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন

পি কে অলোক

আপডেট : ০৫:৫৬ পিএম, বুধবার, ১৮ আগস্ট ২০২১ | ৭৮২

মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বুধবার বিকাল ৫টায় এ মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কর্মকর্তা কর্মচারীদের সাথে একান্ত মতবিনিময় সভায় মিলিত হন।


এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মোঃ রেজাউল করিম, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মোজাহিদুল হক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম, মারজানা আক্তার, জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ লুৎফার রহমান, মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের ব্যাবস্থাপক ডাঃ মোঃ শরিফুল ইসলাম, প্রধান সহকারী আব্দুল আজিজ, ক্যাশিয়ার মোঃ রেজাউল করিম ও কর্মকর্তা মোঃ জাকারিয়া শেখ প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের মহিষ সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত