কচুয়ায় পিয়ার এডুকেটর প্রশিক্ষন অনুষ্ঠিত

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৫:২৪ পিএম, রোববার, ২২ আগস্ট ২০২১ | ৪৫১

কচুয়ায় পুষ্টি উন্নয়নে অংশগ্রহন মুলক সমন্বিত প্রকল্প (CRAAIN ) পিয়ার এডুকেটর প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজমা সরোয়ার।বিশেষ অতিথি ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল।

৪দিন ব্যাপি দুগ্রুপের প্রশিক্ষনে প্রশিক্ষক ছিলেন উপজেলা ওয়াশ এন্ড সিএসও মোবিলাইজার নাসরিন সুলতানা মৌ,এসবিসিসি অফিসার ইলিয়াস হোসেন,ওয়াশ অফিসার প্রশান্ত চক্রবর্তী। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ওয়াটার এইড বাংলাদেশ,কন্সার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর কারিগরী সহায়তায় রূপান্তর ও জেজে এস এর বাস্তবায়নে এ প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৮জন শিক্ষার্থী অংশ নেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত