বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:৫৯ পিএম, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ | ৫০৮

বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।


স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি এ্যাড মোহাম্মদ শাহ আলম টুকু।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ মিরাজুল করীম, জেলা স্বাস্থ্য অধিকার সহ-সভাপতি মোসাঃ ফারহানা আক্তার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিরু, ফোরামের সদস্য মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম অফিসার রাজেশ অধিকারী প্রমুখ।


বক্তারা বলেন, কোভিড মহামারীর সময় স্বাস্থ্য সেবায় সকলের আন্তরিকতার জন্য বাগেরহাট জেলায় কোভিডে মৃত্যুর হার কম ছিল। আগামীতে স্বাস্থ্য সেবায় সকলের সমন্বিত উদ্যেগের ফলে স্বাস্থ্য সেবা এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন।

বক্তারা আরো বলেন, বাগেরহাট সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্র গুলোতে জনবল সংকটের কারনে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খেতে হয়। বাগেরহাটে স্বাস্থ্য সেবায় জনবল সংকট সহ সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত