মোল্লাহাটে ওয়াশ ব্লক উদ্বোধন  ও ফুলগাছ রোপণ 

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৫:২৪ পিএম, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ | ৬৭৬

মোল্লাহাটে আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণে উপজেলার ১৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল পুস্প কানন স্থাপনের উদ্যোগ গ্রহন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন কালে বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান জাইকার অর্থ্যায়নে নির্মিত ওয়াশ ব্লক উদ্বোধন করেন ও বাগান বিলাস ফুল গাছের চারা রোপণ করেন।

পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা করেন। এসভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, আলোকিত মোল্লাহাট বিনির্মানের পরিকল্পনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ, সদর ইউপি চেয়ারম্যান এস,কে হায়দার মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুননেছা, একাডেমিক সুপার রামপদ বিশ্বাস, শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্বে হামিমা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন প্রমূখ। বাগেরহাটের জেলা প্রশাসক একই সাথে মোল্লাহাট থানা, আটজুড়ি ইউনিয়ন ভূমি অফিস, মোল্লাহাট উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন এবং উপজেলা সকল কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত