নির্বাচন স্বচ্ছ হবে,বহিরাগতরা রাতের মধ্যে এলাকা ছাড়বেন:  পুলিশ সুপার

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ০৭:২১ পিএম, সোমবার, ২৫ অক্টোবর ২০২১ | ৯৭৩

বাগেরহাটের জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক(পিপিএম) বলেছেন, নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান আশা করিনা। আজ রাতের মধ্যেই সকলে এলাকা ছাড়বেন। অন্যথায় হাতে হাতকড়া পড়বে। যে কোন মূল্যে নির্বাচন স্বচ্ছ হবে। মনে রাখবেন, টেবিলে ভোট নেওয়ার হুমকী কোন কাজে আসবেনা।
সোমবার বিকেল ৫ টায় মোরেলগঞ্জের সন্নাসী বাজারে আইন-শৃংখলা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার এসব কথা বলেন। সভায় সকল চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য খাউলিয়া ইউনিয়নের নির্বাচনকে ঘিরে এলাকায় আইন-শৃংখলার অবনতি ঠেকাতে থানা পুলিশ আজ এ সভার আয়োজন করে।
সভায় মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভিন ও থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী বক্তৃতা করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত