মোরেলগঞ্জে গণউপদ্রব ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ০৯:২২ পিএম, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ | ৪২১

মোরেলগঞ্জে গণউপদ্রব ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান মঙ্গলবার দুপুরে পুলিশের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে অর্থ দন্ড দিয়েছেন।



সহকারি কমিশনার বলেন, মোরেলগঞ্জ সদর বাজারের স্থায়ী ব্যবসায়ীরা তাদের দোকানের সামনে পলিথিন টানিয়ে গোটা সড়ক ঢেকে দিয়ে এবং দোকানের সামনে রাস্তায় খাট বসিয়ে গণউপদ্রবের সৃষ্টি করেছেন। তাই, সাধারণ পথিক ও ক্রেতাদেরকে এ সমস্যা থেকে মুক্তি দিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।



দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, জিসান স্টোর, জান্নাত আরা এন্টারপ্রাইজ, রায় ট্রেডার্স, মদিনা ট্রেডার্স ও পলাশ ট্রেডার্স।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত