জমি জমা নিয়ে বিরোধের ঘটনায় হামলা

পিরোজপুরে মিথ্যা অপ্রপ্রচার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি 

আপডেট : ০৯:১১ পিএম, রোববার, ২১ নভেম্বর ২০২১ | ৩৭১

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে জমি জমা নিয়ে বিরোধের ঘটনাকে কেন্দ্র করে বাদল পাইক বাহিনীর হামলা এবং সেকেন্দার আলী স্বর্নমতকে রাজাকার বলে অপবাদ দেয়া এবং তার স্ত্রীকে মারধর করার প্রতিবাদে ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ রোববার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে মিথ্যা অপবাদ, মারধর করার প্রতিবাদে ও বিচারের দাবীতে এ সংবাদ সম্মেলন করে সেকেন্দার আলী স্বর্নমতের পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাফায়েত স্বর্নমত, তিনি জানান স্থানীয় বাদল পাইক দির্ঘদিন ধরে তাদের দলিলের ও দখলীয় জমি নিয়ে নিজের বলে দাবী করে আসছিলে। এরই ধারাবাহিকতায় ১৪ নভেম্বর বিকেলে তার মা সাফিয়া বেগমকে কিছু লোকজন নিয়ে হামলা করে মারাত্নক জখম করে। আমার মায়ের মাথায় মারাতœক আঘাত করলে তিনি সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনার পরে বাদল পাইক নিজের স্ত্রীকে ও জেলা হাসপাতালে ভর্তি করে সংখ্যালঘু নির্যাতন বলে মিথ্যা অভিযোগ করে। গত ১৯ শে নভেম্বর আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য একটি সংবাদ সম্মেলন করে আমার বাবা সেকেন্দার আলী স্বর্নমতকে রাজাকার বলে অপবাদ দেয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ ঘটনার তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানাচ্ছি।এসময় প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত