মোরেলগঞ্জে উচ্চ মাধ্যমিকের ১১০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে কাল

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ০৯:৪৩ পিএম, সোমবার, ২২ নভেম্বর ২০২১ | ৪৩৫

ফাইল ফটো

কোভিড-১৯(করোনা ভাইরাসের) সংক্রমন ও বিস্তার রোধের জন্য মোরেলগঞ্জে প্রথমবারের মতো শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে আগামিকাল মঙ্গলবার ১১০০ শিক্ষার্থীকে করোনা প্রতিরোধক টিকা দেওয়া হবে।



উপজেলার ৯টি কলেজসহ উচ্চমাধ্যমিক স্তরের ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগামি ২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশ গ্রহনের জন্য রেজিষ্ট্রেশনকৃত ২ হাজার ৩০৫ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম দফায় ১১০০ জনকে টিকা দেওয়া হবে। অপর ১২০৫ জনকে দেওয়া হবে পরদিন বুধবার।



এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, আগামিকাল মঙ্গলবার বেলা ৯টা থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষিত টিকা শিক্ষার্থীদের প্রয়োগ করা হবে।



এ ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে উচ্চ মাধ্যমিকের নিবন্ধন পত্র, জন্মনিবন্ধন সনদ ও মোবাইল নম্বর সরবরাহ করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত