বাগেরহাটে ডিপিএফ-এর উদ্যোগে সুশাসনের সাংস্কৃতিক অনুষ্টান

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:২৬ পিএম, সোমবার, ২২ নভেম্বর ২০২১ | ৪৭৩

“সু-শাসনের পূর্বশর্ত দুর্ণীতিমুক্ত স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত করা। সুশাসন প্রতিষ্টিত হলে সমাজের সকল শ্রেনীর মানুষ উপকৃত হন।’ ‘বাগেরহাট ডিস্ট্রিক পলিসি ফোরাম’-এর উদ্যোগে অনুষ্টিত সাংস্কৃতিক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এ কথা কলেন।


বাগেরহাটে ‘ডিস্ট্রিক পলিসি ফোরাম’-এর সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে ভার্চুয়ালী অনুষ্টিত এ সাংস্কৃতিক অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাটের প্রলিশ সুপার কে.এম আরিফুল হক, সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ব্বিক) খোন্দকার রিজাউল করিম।

এসময় বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো: মেহেদী হাসান, ডিডি এফপি বিকাশ কুমার দাস, সমাজ সেবা অধিদপ্তরের ডিডি এস এম রফিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো: কামরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহ আলম, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, বাগেরহাট পল্লী বিদ্যূৎ সমিতির জিএম জাকির হোসেন কামাল, সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসি, বাগেরহাট সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর চৌধুরী আ: রব, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড: শরীফা হেমায়েত, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র বাকী তালুকদার, প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী, কাউন্সিলর তানিয়া খাতুন, পিফরডি প্রকল্পের আরসি মোহাম্মদ কামরুল হোসেন ও ফ্যাসিলেটেটর গোপীনাথ সাহা।

শুদ্ধাচার, অভিযোগ প্রতিকার, তথ্য অধিকার আইন, সিটিজেন চার্টার ও কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন, গান ও কবিতা পরিবেশিত হয়। অনুষ্টান সঞ্চালনা করেন, ডিপিএফ- বাগেরহাটের সাধারণ সম্পাদক এম এ সালাম সেখ ও সদস্য তিথি দেবনাথ। কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন, মানিক মাহামুদ, নারগিস আক্তার লুনা, তন্নী সাহা, সাইফুল ইসলাম, সঞ্জয় মিস্ত্রী, শামসুল হাদী, ভবসিন্ধু সরকার, অনিরুদ্ধ দেবনাথ, তিথি দেবনাথ প্রমুখ।


অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম বলেন, ভোগান্তিহীন জনসেবা যে কোনমূল্যে নিশ্চিত করতে হবে। এজন্য সামাজিক দায়বদ্ধতার নিয়ম-নীতি যথাযথ মেনে চলতে হবে।’ জনসচেতনতায় এ ধরণের সাংস্কৃতিক অনুষ্টান আয়োজনের নীতি প্রশংসা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত