শরণখোলা হানাদারমুক্ত দিবসে স্মৃতিচারণ করলেন বীর যোদ্ধারা

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৬:৩০ পিএম, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ | ৭১৮

আজ ১৮ডিসেম্বর (শনিবার) শরণখোলা হানাদারমুক্ত দিবস। শরণখোলা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দিবসটি। এ উপলক্ষ্যে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন শেষে শোভাযাত্রা, মুক্তিযুদ্ধের স্মতিচারণমূলক আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহন করেন।

পরে শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন, প্রবাসী সরকারের নিয়োগকৃত ৯নম্বর সেক্টরের গেরিলা দলনেতা বীর মুক্তিযোদ্ধা এম আফজাল হুসাইন, যুদ্ধকালিন ইয়ং অফিসার ও স্টুডেন্ট ক্যাম্প কমান্ডার মো. হেমায়েত উদ্দিন বাদশা, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ খালেক খান, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ আসাদুজ্জামান মিলন, সাবেক ডাকসু নেতা আব্দুল হক হায়দার, শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলী, কৃষকলীগের সভাপতি এম ওয়াদুদ আকন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীরমুক্তিযোদ্ধার সন্তান মনিরুজ্জামান লিটন।

সভা শেষে মুক্তিযুদ্ধের ওপর কুইজ প্রতিযোগিতায় মো. মিরান, তাজনীন তানহা, মো. তাহসীন, আব্দুল্লাহ আলীম, উম্মে সাইমুম, মুনজিলা আক্তার সাওদা নামে ছয় শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত