ফকিরহাটে ভৈরব নদীর মাটি কাটার অভিযোগে ভাটামালিককে জরিমানা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১০:৩৮ পিএম, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২ | ৬৫০

ফকিরহাটে ভৈরব নদীর বেড়িবাঁধের মাটি কেটে ইট ভাটায় ব্যবহার করার অপরাধে মেসার্স হাবিব ব্রিকস্ ম্যানুফ্রাচারার নামের একটি ইট ভাটায় ৬০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম ওই প্রতিষ্ঠানকে ৬০হাজার টাকা জরিমানা করেন।

মঙ্গলবার দুপুর ১২টায় নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ এলাকায় অবৈধ ভাবে ভৈরব নদীর বেড়িবাঁধ থেকে মাটি কেটে ইট তৈরী করার অপরাধে ইট ভাটা মালিককে এই জরিমানা করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম জানান, দীর্ঘদিন ধরে মৌভোগ মেসার্স হাবিব ব্রিকস্ ম্যানুফ্রাচারার নামের একটি ইট ভাটার কর্তৃপক্ষ ভৈরব নদীর পাড় থেকে মাটি কেটে আসছিল। গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ওই প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত