মোরেলগঞ্জে ডাকাতিকালে বধু গণধর্ষণ মামলার সব আসামি দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৮:৩৭ পিএম, শুক্রবার, ৪ মার্চ ২০২২ | ৪২০

মোরেলগঞ্জে কৃষকের বাড়িতে ডাকাতিকালে গৃহবধূকে (৩৫) গণধর্ষণ মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন ক্ষুব্ধ গ্রামবাসি। শুক্রবার উত্তর ঝিলবুনিয়া গ্রামের শতাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা ডাকাতি ও গণধর্ষণ মামলার প্রধান আসামি রিয়াজ শিকদারসহ অপর আসামিদের ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনসার উদ্দিন মন্টু, কৃষক হাবিবুর রহমান হাওলাদার, বিপুল রায়, গৃহিনী রীতা কবিরাজ, অনন্যা এদাবর ও প্রদীপ হালদার।



প্রসংগত, গত মঙ্গলবার দিবাগত রাতে উত্তর জিলবুনিয়া গ্রামের অরবিন্দু ডাকুয়ার বাড়িতে ডাকাতি ও গণধর্ষনের ঘটনা ঘেেট। বুধবার রাতে এ ঘটনায় মামলা দায়ের হয়। মামলার প্রধান আসামি রিয়াজ শিকদারকে(৪০) র‌্যাব-৬ এর সদস্যরা গ্রেফতার করেছেন। অপর সন্দিগ্ধ আসামিরা পলাতক আছে। গ্রেফতার হওয়া রিয়াজ শিকদার প্রকাশ্য দিবালোকে জোড়া হত্যা মামলায় ৩ বছর জেল খেটে এক মাস পূর্বে জামিন পেয়েছে। সে রামচন্দ্রপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০১৬ সালে যুবলীগের আহ্বায়ক পদে প্রতিদন্দিতা করেছেন।

রিয়াজ শিকদার এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে নানা অপরাধমূলক কর্ম কান্ডের নেতৃত্ব দিয়ে আসছিলো বলে অনেকে অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইন, চাঁদাবাজি, অপহরণ, মারপিট, সিঁদেলচুরিসহ বিভিন্ন অপরাধে মোরেলগঞ্জ থানায় ৯টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত